ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

আগামী ২৪ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে। প্রথম দিনে দেয়া হবে ৩ এপ্রিলের ট্রেনের টিকিট। গতবারের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। চালানো হবে ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন। 

আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে রেল ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

তিনি বলেন, ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের ৩/৪টি ট্রেন। এবার পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে সকাল ৮টায়, আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে। 

২৪ তারিখ দেয়া হবে ৩ এপ্রিলের টিকিট। প্রতিবছর ৫ দিন আগ পর্যন্ত টিকিট দেয়া হলেও এবার বিক্রি হবে ৭ দিনের। একজন সর্বোচ্চ ৪টি টিকিট নিতে পারবে। বিক্রি টিকিট ফেরত নেয়া হবে না।

অন্যদের মধ্যে রেল সচিব জানান, অনলাইনে বা অ্যাপে টিকিট কাটতে নির্দিষ্ট মোবাইল নম্বরের ওটিপি নম্বর দিয়ে টিকিট কাটতে হবে। এজন্য একজনের টিকিট আরেকজন কাটতে পারবেন না।

যাত্রা টিকিট

২৪ মার্চ- ৩ এপ্রিল

২৫ মার্চ- ৪ এপ্রিল

২৬ মার্চ- ৫ এপ্রিল

২৭ মার্চ- ৬ এপ্রিল

২৮ মার্চ- ৭ এপ্রিল

২৯ মার্চ- ৮ এপ্রিল

৩০ মার্চ- ৯ এপ্রিল

৩১ মার্চ- ১০ এপ্রিলের টিকিট দেয়ার পরিকল্পনা। চাঁদ দেখা সাপেক্ষে এটি নির্ভর করবে।

ফিরতি টিকিট

৩ এপ্রিল- ১৩ এপ্রিল

৪ এপ্রিল- ১৪ এপ্রিল

৫ এপ্রিল- ১৫ এপ্রিল

৬ এপ্রিল- ১৬ এপ্রিল

৭ এপ্রিল- ১৭ এপ্রিল

৮ এপ্রিল- ১৮ এপ্রিল

৯ এপ্রিল- ১৯ এপ্রিল

১০ এপ্রিল- ২০ এপ্রিলের টিকিট দেয়া হবে। চাঁদ দেখা সাপেক্ষে এটি নির্ভর করবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //