করোনায় নতুন শনাক্ত ৩৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে দেশে করোনায় কারো মৃত্যুর তথ্য জানা যায়নি। তবে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮৪ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৭০৯ জনে।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৪৩৯ টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৩৩ জনই ঢাকার রোগী। এছাড়া বাকি পাঁচজন চট্টগ্রামের বাসিন্দা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক শূন্য ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৮৯৮ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //