ভোট প্রয়োগে বাধা দিলে কঠোর ব্যবস্থা: আইজিপি

জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রয়োগে কোনো প্রকার বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় আইজিপি বলেন, যদি কোনো ভোটার বাধার সম্মুখীন হন কিংবা অপরাধ কর্মকাণ্ড ঘটলে নিকটস্থ থানা কিংবা ৯৯৯-এ  যোগাযোগ করবেন। আমাদের বিভিন্ন টিম সহায়তার জন্য সর্বদা প্রস্তুত আছে।

তিনি বলেন, সারাদেশ থেকে আমাদের কাছে খবর এসেছে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই একটি কেন্দ্র ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। মানুষ আনন্দ উৎসব আর উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //