ট্রেনের সার্বিক নিরাপত্তায় এনএসআই-র‌্যাব

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনসহ ট্রেনের সার্বিক নিরাপত্তায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং র‌্যাব যৌথভাবে কাজ শুরু করেছে। এতে সিটি এনএসআইয়ের ১২ জন এবং র‌্যাবের ৫০ জন সদস্য রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় চৌকস নজরদারিতে নিয়োজিত রয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার পর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন ও ট্রেনের সার্বিক নিরাপত্তায় দুই সংস্থা যৌথ সমন্বয়ে চৌকস নজরদারি অব্যাহত রেখেছে।

যৌথ নজরদারিতে সন্দেহভাজন ব্যক্তি এবং তার সঙ্গে বহনকৃত ব্যাগ তল্লাশি চালানো হচ্ছে। যেন দুষ্কৃতিকারীরা কোনো প্রকারের দাহ্য পদার্থ এবং অবৈধ মালামাল বহন করতে না পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //