ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯০ জন; এ সময়ে মৃত্যু হয়েছে ২ জনের।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এ হিসাব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ৮০৩ জনে, যাদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৬৭৮ জন। তাদের মধ্যে ৯৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ৭১০ জনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১৩৩ জন ভর্তি হয়েছে, ঢাকায় এ সংখ্যা ৫৭। আর মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকার, আরেকজন ঢাকার বাইরের।

আক্রান্ত মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৩৯৭ জন। ঢাকা শহরের বাইরে এই সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ৯ হাজার ৪০৬ জন।

শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ৭৪১ জন রোগী। তাদের মধ্যে ৫১২ জন ঢাকায় এবং ১ হাজার ২২৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //