আরিফ-অর্জুনের মৃত্যু: বিচারের দাবিতে কর্মসূচি

সড়ক দুর্ঘটনায় ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ ও সৌভিক করিম অর্জুনের মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও দোষীদের গ্রেপ্তার করা হয়নি। এর প্রতিবাদে রাজধানীর নিউ ইস্কাটন সড়কে আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ‘সড়কে প্রাণের অপচয় প্রতিরোধ ও বিচারের দাবিতে আমরা দাঁড়াব একসাথে’ শীর্ষক কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায়স এবং আরিফ ও অর্জুনের বন্ধু-সুহৃদ-স্বজনরা।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাত সাড়ে ১১টায় নিউ ইস্কাটনে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নিহত হন আরিফ ও অর্জুন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //