হরতালে আগুনে পুড়ল ১৮ যানবাহন

বিএন‌পি-জামায়া‌তের ডাকা দুই দিনব্যাপী হরতালে মোট ১৮টি যানবাহনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জা‌নিয়েছে ফায়ার সা‌র্ভিস। আজ সোমবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

ফায়ার সা‌র্ভিস জানায়, গত ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর (হরতালের ২য় দিন) সকাল ৯টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৮টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর ম‌ধ্যে ঢাকা সিটিতে ৩টি, ঢাকা বিভাগ ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) ৪টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি ঘটনা ঘটে।

এ ঘটনায় ৯টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজি, ১টি ট্রেন (৩ বগি) পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২৯ ইউনিট ও ১৪৪ জন জনবল কাজ করে।

হরতালের প্রথম দিন ১৯ নভেম্বরের বিস্তা‌রিত ত‌থ্যে জানানো হয়, সরিষাবাড়ি ট্রেনে আগুন (তিনটি বগি), বগুড়ায় ১টি ট্রাক, ফেনীর লালপুর ১টি কাভার্ডভ্যান, নাটোরের ভবানীগঞ্জে বাস, রাজধানীর বঙ্গবাজার কাজী আলাউদ্দিন রোডে সিএনজিতে ককটেল বিস্ফোরণ, রাজশাহীর গোদাগাড়িতে ১টি বাস, বগুড়ার নন্দীগ্রাম ১টি ট্রাক, ফেনীর মহিপাল ১টি বাস, ধানমণ্ডি আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে ১টি বাস, রাজশাহীর পুঠিয়া ১টি বাস, যাত্রবাড়ী থানার সামনে ১টি বাস, বগুড়া নন্দীগ্রাম ১টি ট্রাক, টঙ্গীর মিরের বাজারে ১টি ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে।।

হরতালের দ্বিতীয় দিন ২০ নভেম্বরের বিস্তা‌রিত তথ্যে জানানো হয়, সিরাজগঞ্জ কামারখন্দে ১টি ট্রাক, চট্টগ্রামের সাতকানিয়ায় ৩টি বাস ও মিরসরাইয়ে ১টি ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //