ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭০৮ জন; এডিস মশাবাহিত এই রোগে মৃত্যু হয়েছে আরও ৮ জনের।

আজ সোমবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৩৭৪ জন ঢাকা মহানগরে এবং ১৩৩৪ জন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন। তাদের মধ্যে ৯৮ হাজার ৭৫৬ জন ঢাকার এবং ১ লাখ ৭০ হাজার ৬৩২ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে ৪ জন করে।

এ বছর সব মিলিয়ে যে ১৩৪১ জন মারা গেছেন, তাদের ৮০৯ জন ঢাকায়, ৫৩২ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী। তাদের ১৭৮৪ জন ঢাকায় এবং ৪৬৭৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //