চূড়ান্ত অনুমোদন পেলো ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩

প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একক ব্যক্তি বা পরিবার কোনো আর্থিক প্রতিষ্ঠানের ১৫ শতাংশের বেশি শেয়ারের মালিক থাকতে পারবে না। এমন বিধান রেখে ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, পরিচালনা পর্ষদের সদস্য ২ জন সতন্ত্রসহ মোট ১৫ জন সদস্য থাকবে। আইনের বিধিবিধান ভঙ্গ করে ঋণ নিলে ১০ লাখ টাকা জরিমানা করা হবে। সেইসঙ্গে এক পরিবার থেকে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ১৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করা যাবে না।

এই আইনে অনুমোদনের ফলে এখন থেকে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ঋণ খেলাপি করলে বা দুই মাসের নোটিশে ঋণ পরিশোধ না করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে। এছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ও ট্রেড লাইসেন্স স্থগিত থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //