আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

চিকিৎসার বাইরে ৯২ শতাংশ মানসিক রোগী

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হবে দিবসটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে- মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার।

সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে প্রতিবছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিকস (বিএপি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর শতকরা ১৮ ভাগ ও শিশু কিশোরদের মধ্যে ১৩ ভাগ মানসিক রোগে আক্রান্ত। আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৯২ ভাগ কোন ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করেননি।

মানসিক স্বাস্থ্য বাংলাদেশ তথ্যচিত্র ২০২১ অনুযায়ী, প্রাপ্তবয়স্ক জনগণের মধ্যে ১৮ দশমিক সাত শতাংশ মানসিক রোগে আক্রান্ত, উদ্বেগাধিক্য চার দশমিক সাত শতাংশ, বিষন্নতা ছয় দশমিক সাত শতাংশ, সোমাটিক সিমটিম ডিজঅর্ডার দুই দশমিক তিন শতাংশ, অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার দশমিক সাত শতাংশ, বাইপোলার ডিজঅর্ডার দশমিক পাঁচ শতাংশ, সিজোফ্রেনিয়া দশমিক এক শতাংশ।

বক্তারা বলেন, নগরায়ন, আর্থ সামাজিক অবস্থা, মানসিক চাপ, বংশগতি, অন্যান্য শরীরবৃ্ত্তি ও মনোসামাজিক কারণ মানসিক রোগের প্রকোপ বৃদ্ধির অন্যতম কারণ। তারা মানসিক রোগ প্রতিরোধ এবং মানসিক রোগ চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //