৬ জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক

দেশের ৬ জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জেলাগুলো হলো- সাতক্ষীরা, টাঙ্গাইল, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, পঞ্চগড় ও ব্রাহ্মণবাড়িয়া।

রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সরোয়ার হোসেনকে সাতক্ষীরা, মন্ত্রণালয়ের অপর সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সারওয়ার মোর্শেদকে টাঙ্গাইল, বিআরটিএ ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) সমর কুমার পালকে সুনামগঞ্জ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. ইমরান হোসেনকে লক্ষ্মীপুর, সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সীমা শারমিনকে পঞ্চগড় এবং বান্দরবানের থানচির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে বদলির আদেশাধীন লক্ষ্মীপুরের রামগতির উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //