সিকিমের টানা বৃষ্টিতে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা

ভারতের উত্তর সিকিমে ভারী বর্ষণে সেখানকার জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ভেঙে সৃষ্টি হওয়া বন্যা পরস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে। এতে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর কুড়িগ্রাম, গাইবান্ধাসহ তিস্তা নদী তীরবর্তী জেলাসমূহ প্লাবিত হবার আশঙ্কা করা হচ্ছে।

উত্তরাঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের (বাউবো) সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশনের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জরুরি বার্তায় এই তথ্য জানিয়েছে।

জানা যায়, প্রচুর বৃষ্টিপাতের কারণে উজানে তিস্তা নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বালাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে তিস্তার পানি ও বন্যার আশঙ্কা  ক্রমাগত বৃদ্ধি এবং আগামী ৪৮ ঘণ্টা বাংলাদেশে তিস্তা অববাহিকায় বন্যা পরিস্থিতির পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা অববাহিকায় লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুর এলাকায় ফ্লাসফ্ল্যাড’র ঝুকি রয়েছে।

এ প্রেক্ষিতে বন্যার ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আদেশে এ সকল জেলার সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //