উপাত্ত আইনে সুরক্ষার চেয়ে নিয়ন্ত্রণমূলক বেশি: টিআইবি

উপাত্ত সুরক্ষা আইন বা ডেটা প্রটেকশন অ্যাক্ট নামে যে আইনের খসড়া তৈরি করা হয়েছে তাতে মানুষের তথ্য সুরক্ষার পরিবর্তে ব্যক্তিগত তথ্যে সরকারের নিয়ন্ত্রণ ও তা অপব্যবহারের সুযোগ রয়েছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, ‘উপাত্ত সুরক্ষা আইনের খসড়াটি যদি ডিজিটাল সিকিউরিটি আইনের মতো তড়িঘড়ি করে করা হয়, সেক্ষেত্রে ব্যক্তিগত তথ্য সুরক্ষার পরিবর্তে সরকারের হাতে নিয়ন্ত্রিত হতে পারে। সবাইকে সম্পৃক্ত করে আইনটি প্রণয়নের যে ইতিবাচক সেটি শেষ পর্যন্ত অব্যাহত থাকুক, এটাই আমরা প্রত্যাশা করি।’

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘উপাত্ত সুরক্ষা আইনের খসড়ার ত্রুটিপূর্ণ বিধানের ওপর পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় খসড়া আইনের ত্রুটিপূর্ণ বিধানের পর্যালোচনা ও সুপারিশ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির ডেটা প্রটেকশন বিষয়ক কর্মকর্তা ড. তরিকুল ইসলাম।

ইফতেখারুজ্জামান বলেন, ‘তথ্য সুরক্ষার জন্য একটি স্বাধীন বোর্ড গঠন করতে হবে। সেটা কোনোভাবেই সরকারের নিয়ন্ত্রণে থাকতে পারবে না। যদি সরকারের নিয়ন্ত্রণ থাকে তাহলে অপব্যবহারের সুযোগ থাকবে। ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষেত্রে যে আইন সেটি পুরোপুরি সাংঘর্ষিক হবে।’

বর্তমান খসড়াটিতে মানববাধিকার লঙ্ঘিত হওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন টিআইবি পরিচালক।

তিনি বলেন, ‘উপাত্ত সুরক্ষা আইনের খসড়াটিতে মানবাধিকারের বিষয়টি যেভাবে থাকার কথা ছিল সেটা আংশিক রয়েছে, পুরোপুরি নেই। সেক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার সুযোগ রয়েছে। সংবিধানে ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার দেওয়া হয়েছে এবং মানবাধিকার সুরক্ষায় আন্তর্জাতিকভাবে আমাদের যে অঙ্গীকার সেটি যেন অক্ষুণ্ণ থাকে।’

এ আইনের নামকরণের বিষয়ে দ্বিমত প্রকাশ করে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ‘ডেটা প্রটেকশন অ্যাক্টে সারা বিশ্বে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের আইনে তথ্যের সুরক্ষার কথা বলা হয়েছে। যেখানে ব্যক্তিগত তথ্যের কথা বলা থাকলেও ব্যক্তিগত তথ্যের সঠিক সংজ্ঞা দেওয়া হয়নি। এটা স্পষ্ট করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘আইনটি প্রাথমিক পর্যায় থেকে শুরু করে এখন পর্যন্ত ইতিবাচক পরিবর্তন হয়েছে। তবে আমাদের পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছিল, সেগুলোর খুব একটা পরিবর্তন হয়নি। আমরা শুনেছি আইনটির আরও একটি খসড়া তৈরি করা হয়েছে। তবে সেটা এখনও পাইনি। সেটি পেলে বুঝা যাবে কি কি পরিবর্তন আনা হয়েছে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //