১৭ বছর পর ঢাকা-জাপান সরাসরি ফ্লাইট চালু

১৯৭৯ সালে জাপানের টোকিও রুটে ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৯৮১ সালে সাময়িক বিরতির পর ঢাকা-নারিতা রুটে প্রথম ফ্লাইট শুরু করে বিমান। পরে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় ২০০৬ সালে জাপানের সঙ্গে বিমানের সরাসরি এ ফ্লাইট বন্ধ হয়ে যায়। ১৭ বছর পর শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় আবার এ রুটে ফ্লাইট চালু হতে যাচ্ছে।

বিমান সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে বিমানের উদ্বোধনী ফ্লাইট বিজি-৩৩৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবে। নারিতায় পৌঁছাবে স্থানীয় সময় শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে। নারিতা থেকে প্রথম ফ্লাইট বিজি-৩৭৭ ওইদিন সকাল ১১টায় উড্ডয়ন করে শাহজালালে পৌঁছাবে ঢাকার স্থানীয় শনিবার সময় দুপুর ৩টায়। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে নারিতা ফ্লাইট পরিচালিত হবে।

উদ্বোধনী ফ্লাইট উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ এ এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, জাতির পিতার হাতে গড়া বিমান দেশের এভিয়েশন শিল্পের পথ প্রদর্শক। ধীরে-ধীরে বিমানের সক্ষমতা আরও বেড়েছে। জাপানের সাথে আমাদের সম্পর্কের গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী গত এপ্রিলে জাপান সফরের পর এই রুটে ফ্লাইট চালুর আগ্রহ জানান। এরই প্রেক্ষিতে এই রুটে আজ ফ্লাইট চালু হল। এর মাধ্যমে জাপান প্রবাসী বাংলাদেশিরা সহজেই যাতায়াত করতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মুফিদুর রহমান বলেন, বিমানের জন্য আজকে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু জাপান সরকারের কোভিডের নিষেধাজ্ঞার কারণে এই রুটে ফ্লাইট শুরু করতে ৩টি বছর লেগে যায়৷ থার্ড টার্মিনালের কাজ শেষ হলে আমাদের সক্ষমতা আরও বাড়বে। সেই কাজেও জাপান জড়িত। আজকে জাপানে বিমান চলাচল শুরু হচ্ছে। জাপানের হানিতাতে বর্তমানে চাহিদা সবচেয়ে বেশি। আশা করছি, আগামী দিনেও এই রুটেও জাপান সরকার ফ্লাইট পরিচালনার অনুমতি দিবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //