ড. ইউনূসের বিষয়ে সরকারের কিছু করার নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, নোবেলবিজয়ী ড. ইউনূসের কোম্পানি ট্যাক্স ফাঁকি দিয়েছে শ্রমিকদের টাকা দেয়নি। এটা নিয়ে মামলা হয়েছে। এখানে সরকারের কিছু নেই। এটি আদালতের বিষয়। যারা তার পক্ষে চিঠি লিখেছেন তারা সম্ভবত এসব বিষয়ে জানেন না। যদি তারা জানতে চান আমরা জানানোর ব্যবস্থা করব।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মন্ত্রী।

ড. ইউনূসের মামলার বিষয়ে বিশ্বের বড় বড় নেতার কাছে তথ্যের গ্যাপ আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমাদের দেশের আইনব্যবস্থা খুব স্বচ্ছ ও স্বাধীন। বিদেশি নেতারা যদি বলে মামলা তুলে নিতে, তাহলেও আমাদের আদালতকে প্রভাবিত করার ক্ষমতা নাই।

পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হয়, এনির্বাচন নিয়ে পশ্চিমাদের চাপ রয়েছে, এমন পরিস্থিতিতে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই সরকারপ্রধানের বৈঠকে নির্বাচন প্রসঙ্গ আসবে কি না?

জবাবে মন্ত্রী বলেন, সরকারপ্রধানের বৈঠকগুলো শেষ মুহূর্তে ঠিক হয়। দুই প্রধানমন্ত্রীর অবশ্যই বৈঠকের সম্ভবনা রয়েছে। ভারতে আমরা গেলে সাক্ষাতের অবশ্যই সম্ভবনা রয়েছে এবং তারা (হাসিনা-মোদি) দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।

পশ্চিমাদের চাপ প্রসঙ্গে মোমেন বলেন, আমরা খুব চাপটাপের মধ্যে নাই। আসলে এটা ঠিক না। মিডিয়া মনে হয় চাপে রয়েছে। আমরা যেটাতে বিশ্বাস করি, আমরা একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। শেখ হাসিনা সরকার বাংলাদেশে নির্বাচন এবং গণতান্ত্রিক ধারাকে টেকসই করেছে। শেখ হাসিনা কমিটমেন্ট ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। এটাতে আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা কোনো চাপে নাই।

সরকার চাপে নয় বরং নিজেদের তাগিদে গ্রহণযোগ্য নির্বাচন করবে বলে জানিয়ে মোমেন বলেন, আমরা নিজেদের তাগিদে স্বচ্ছ নির্বাচন করব। কারও চাপের মুখের পড়ে স্বচ্ছ নির্বাচনের কথা চিন্তা করি না। অন্য যারা আমাদের চাপ দেন তাদের নিজের চেহারা দেখতে পারে, তাদের ওখানেও তো গন্ডগোল। তাদের ওখানে নির্বাচন নিয়ে সমস্যা।

তিনি বলেন, আমরা বাংলাদেশের জনগণের ওপর বিশ্বাস করি। তারা কখনও ভুল সিদ্ধান্ত নেয় না। ঠিক সময়ে যথার্থ সিদ্ধান্ত নেবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //