ব্রিকসে সদস্য পদ না পাওয়ার বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব

আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্যই বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে পারেনি। তবে এ নিয়ে আশাহত হবার কিছু নেই বলে জানালেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আজ রবিবার (২৭ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকটি গণমাধ্যমের সাথে একথা বলেন পররাষ্ট্র সচিব। 

তিনি জানান, ব্রিকসে সদস্য হতে চিঠি দিয়েছিলাম, অন আছে। ব্রিকসের সাথে সক্রিয়ভাবে আমরা আছি। ৬ দেশের মধ্যে নেই। তবে বেনেফিটের জায়গায় আমরা আছি। নেক্সট ফেজে থাকব। আমরাও সময় পেলাম। 

মোমেন আরও জানান, রাজনৈতিক ও আঞ্চলিক ইস্যু আছে। ব্যালেন্সের ব্যাপারও আছে। আমাদের আশপাশের দেশ অনগোয়িং প্রসেস। সদস্য না হওয়ায় আশাহত হওয়ার কিছু নাই।

একই সময় পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ডেট হয়নি। ডিজি লেভেলে মিটিং হবে মিয়ানমারে। রাখাইনে দেখাবে। সেপ্টেম্বরে কাজ শুরু করব। কিছু কিছু দেশ সংস্থার রিজার্ভেশন আছে। ডিসেম্বরের আগে শুরু হবে। মিয়ানমারের আরেকটি দল আসবে। তারা সরাসরি রোহিঙ্গাদের সাথে কথা বলবে। ৩ হাজারের লিস্ট দিয়েছি। তবে তারা হাজার খানেক রোহিঙ্গা ফিরিয়ে নিতে পারে। 

এসময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লেভরভ বাংলাদেশে আসতে পারে বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //