সাঈদী ইস্যুতে নাশকতার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: আইজিপি

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ বুধবার (১৬ আগস্ট) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আইজিপি বলেন, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থতির অবনতি হবে সেখানেই পুলিশ ব্যবস্থা নিবে, যারাই নাশকতা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

তিনি বলেন, আমরা দেখেছি সেদিন জানাজা দেওয়ার জন্য জামায়াতে ইসলামীর নেতারা একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আমরা তাদের কঠোর হস্তে দমন করবো।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসক সাঈদীর চিকিৎসা করেছেন তা‌কে হুমকি দেয়ার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইজিপি জানান, হুমকিদাতাদের চিহ্নিত করার কাজ চলছে। শিগগির তা‌দের আইনের আওতায় আনা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //