দেশব্যাপী অ্যাম্বুলেন্স মালিকদের ডাকা ধর্মঘট স্থগিত

নীতিমালা প্রণয়নসহ ছয় দফা দাবিতে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির দেশব্যাপী ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (২৪ জুলাই) রাতে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি বলেন, আমরা মালিক সমিতির ছয় সদস্যের প্রতিনিধি দল আলোচনা করতে পুলিশ সদর দপ্তরে গিয়েছিলাম। সেখানে পুলিশের পক্ষ থেকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপস) মো. আতিকুল ইসলাম আমাদের আশ্বস্ত করেছেন,নীতিমালা হওয়ার আগ পর্যন্ত আমাদের গাড়ির কাগজপত্র ঠিক থাকলে কোনো ধরনের মামলা দেয়া হবে না। 

তিনি বলেন, তার কথায় আশ্বস্ত হয়ে এবং বিআরটিএ’র চেয়ারম্যান আমাদের জানিয়েছেন, তিন মাসের মধ্যে নীতিমালা করে দেয়া হবে। এ দুই আশ্বাসে আমরা আপাতত ধর্মঘট স্থগিত করছি। যদি আগামী তিন মাসের মধ্যে নীতিমালা না হয়, তাহলে কোন সময় না দিয়ে সরাসরি ধর্মঘটে নেমে যাবো।

রবিবার (২৩ জুলাই ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি দেশের সব সড়ক ও সেতুতে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য টোল ফ্রি করা ও নীতিমালা প্রণয়নসহ ৬ দফা দাবি আদায়ে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা দেয়। সোমবার (২৪ জুলাই) দিনগত রাত ১২টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকবে বলে জানায় সংগঠনটি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //