৩ জুলাই থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু

চলতি বছর ১৬০টি ফ্লাইটে মোট ৬১ হাজার ১৫১ জন হজযাত্রীকে সৌদি আরব নিয়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩ জুলাই সকাল ৬টায় প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায় অবতরণ করবে। আজ শুক্রবার (২৩ জুন) বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মকর্তারা জানান, হজ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। হজযাত্রী পরিবহনে সম্পূর্ণ নিজস্ব উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, এ বছর বিমানের প্রি-হজের শেষ ফ্লাইট বিজি৩৩৫ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ২৬২ জন হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ে। এর মধ্য দিয়ে শেষ হয়েছে বিমানের প্রি-হজ কার্যক্রম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //