মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

এবার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে মালয়েশিয়ার রাজা ইয়াং দি পারতুয়ান আগাং এবং প্রধানমন্ত্রী ইসমাইল সাবরীর জন্য উন্নতমানের বাংলাদেশি আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার (২২জুন) মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীর পক্ষে যথাক্রমে ইস্তানা নেগারা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা আম গ্রহণ করেন।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে এক হাজার কেজি আম বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন কূটনীতিক উপপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।

হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠানোর এ উদ্যোগটি দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি বাংলাদেশ আম তথা কৃষিজাত পণ্যকে মালয়েশিয়ার মাটিতে একটি সম্ভাবনাময় রপ্তানিপণ্য রূপে তুলে ধরতে সহায়তা করবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //