৪০ মিনিট আকাশে উড়ে কলকাতা না গিয়েই ফিরল বিমানের ফ্লাইট

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রায় ৪০ মিনিট আকাশে উড়ে আবারও ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। ফ্লাইটটি কলকাতায় যাওয়ার কথা ছিল। কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরে এলেও কি ধরনের ত্রুটি হয়েছে তা জানা যায়নি।

শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, বিজি-৩৯১ ফ্লাইটটি আজ সোমবার (৫ জুন) সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। তবে ২০ মিনিট পর দোহারের আকাশে গিয়ে পাইলট ফ্লাইটটি নিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে আরও ২০ মিনিট উড়ে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি চায়। অনুমতি পেয়ে সকাল ৮টা ১০ মিনিটে অবতরণ করে।

বিমানের ফ্লাইটটি ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। এতে ৭৮টি আসন ছিল। তবে এতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করেনি বিমান।

এবিষয়ে জানতে চাইলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটটি ঢাকায় টেকনিক্যাল ল্যান্ডিং করেছে।’

ফিরে আসা ফ্লাইটটির বিষয়ে জানতে চাইলে বিমান কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //