ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কারিগরি ত্রুটির কারণে ভারতে জরুরি অবতরণ করে। পরে মেরামত শেষে ফ্লাইটটি নেপাল হয়ে ঢাকায় ফিরে আসে।

আজ শুক্রবার (৫ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে কারিগরি ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করে বলে জানা যায়। সে সময় বিমানটিতে মোট ৭৭ যাত্রী ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা গেছে, বিমানের নেপালগামী বিজি ৩৭১ ফ্লাইটটি সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রায় আধা ঘণ্টা পরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসময় ভারতের জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে নেপালে পৌঁছানোর কথা ছিল। একই উড়োজাহাজে নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে নেপাল থেকে ঢাকাগামী যাত্রীদের নেওয়ার কথা ছিল।

ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটির কারণে সেই যাত্রীরা নেপালের বিমানবন্দরে  অপেক্ষা করেন। ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি নেপালে পৌঁছায় স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে। পরবর্তীতে সেখান থেকে ৯১ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ভারতে জরুরি অবতরণ করেছিল। ত্রুটি মেরামত শেষে যাত্রী পরিবহন করছে।

এদিকে ভারতের ডিরেক্টটরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশের কাঠমান্ডুগামী বোয়িং ফ্লাইট ৩৭১ ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে শুক্রবার পাটনায় অবতরণ করে।

পরে বিমানের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখতে প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছান। টেকনিক্যাল টিম সবুজ সংকেত পাওয়ার পর স্থানীয় সময় বিকেল ৪টার সময় বিমানটি ফের কাঠমুন্ডুর উদ্দেশ্যে রওনা দেয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //