সুদান ছাড়ল চার শতাধিক বাংলাদেশি

সংঘাতে জর্জরিত সুদান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির রাজধানী খার্তুম থেকে বাংলাদেশিদের সরিয়ে পোর্ট সুদানের দিকে নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (২ মে) বাংলাদেশ সময় সাড়ে ১২টার দিকে (স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়) ৪ শতাধিক বাংলাদেশিকে নিয়ে আটটি বাস রওনা দিয়েছে।

খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারেক আহমেদ গণমাধ্যমকে বলেন, আরো চারটি বাস এখানে প্রস্তুত রয়েছে। আরো যেসব বাংলাদেশি আসছেন, তাদের নিয়ে সেই বাসগুলো পরে রওনা দেবে। 

সুদানের সেনাবাহিনীর সঙ্গে গত কয়েক দিন ধরে বেসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট আরএসএফের সংঘর্ষ চলছে। এই সশস্ত্র আরএসএফের নেতৃত্বে রয়েছেন ক্ষমতাধর জেনারেল হামদান দাগালো। সুদানের ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেনা ও আরএসএফের মধ্যে এই সংঘাত। আন্তর্জাতিক চাপে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছলেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //