মার্কেটগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: হারুন

সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার পর রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশীদ।

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিবি প্রধান বলেন, আমরা দেখতে পাচ্ছি ঈদের আগে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। সম্প্রতি বড় দুটি আগুন লাগার ঘটনা প্রায় একই সময়ে ঘটেছে। এ আগুন লাগার ঘটনা নাশকতা হতে পারে। এজন্য রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

চলতি মাসে ঢাকায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে দুটি অগ্নিকাণ্ড ছিল ভয়াবহ। দুই সপ্তাহ আগে গত ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। ভয়াবহ এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট একযোগে কাজ করে। প্রায় ৭৫ ঘণ্টা চেষ্টা চালানোর পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বঙ্গবাজারের রেশ কাটতে না কাটতেই আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গত শনিবার (১৫ এপ্রিল) ভোরে।

সেদিন রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এই আগুনের ব্যবসায়ী অনেক ক্ষতি হয়।

একের পর এক অগ্নিকাণ্ড দুর্ঘটনা না নাশকতা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। বিষয়টি নিয়ে কথা বলেছে খোদ প্রধানমন্ত্রীও। এর মধ্যে আজ অগ্নিকাণ্ডের বিষয় নিয়ে কথা বললেন ডিবি প্রধান হারুন।

তিনি বলেন, একের পর এক আগুন লাগার ঘটনা নাশকতা হতে পারে। এজন্য রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //