‘পর্যায়ক্রমে সবাইকেই চতুর্থ ডোজ দেয়া হবে’

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, প্রথম দিকে সম্মুখসারির যোদ্ধা ও গর্ভবতী মায়েরা করোনা টিকার চতুর্থ ডোজ পাবেন। তবে পর্যায়ক্রমে সবাইকেই চতুর্থ ডোজ দেওয়া হবে।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার চতুর্থ ডোজের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা আপাতত পাঁচটি ক্যাটাগরিতে এ টিকা দেবো। করোনা টিকার অ্যান্টিবডি বেশিদিন থাকে না, তাই করোনা ভাইরাসের সংক্রমণরোধে দেশব্যাপী করোনার টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু করেছে সরকার।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ৪৬০ জনকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হয়েছে। বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে এ টিকার আওতায় আনতে চাই। বাংলাদেশ টিকায় মাইলফলক অর্জন করেছে। দেশের মানুষ টিকা নিতে আগ্রহী। যে কারণে করোনায় হাসপাতালে ভর্তি কম, মৃত্যুও কম।

আহমেদুল কবীর বলেন, আমরা ১৫ কোটি মানুষকে প্রথম ডোজ, সাড়ে ১২ কোটি মানুষকে দ্বিতীয় ডোজ এবং সাড়ে ছয় কোটি মানুষকে তৃতীয় ডোজ দেওয়া হয়েছে। এখনো আমাদের কাছে এক কোটি ৩৩ লাখ টিকা আছে। যেই টিকা আছে, এগুলো শেষ হলে আবারো টিকা আসবে। টিকা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //