ডিসেম্বরেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

চলতি বছরের ডিসেম্বর মাসে এ পর্যন্ত ৩ হাজার ১৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১২ জন। কিন্তু প্রতিবছর ডিসেম্বরে ডেঙ্গুর প্রকোপ কমে যায়।

গত ১১ মাসে ডেঙ্গুতে মারা গেছেন ২৬৬ জন। ডেঙ্গুতে এত বেশি মৃত্যু আর কোনো বছর দেখা যায়নি। এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। এই এক মাসেই মারা গেছেন ১১৩ জন। 

গতকাল সোমবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গুর যে সর্বশেষ তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে  গত রবিবার (১১ ডিসেম্বর) সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ২২৪ জন নতুন রোগী দেশের সরকারি- বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫২২।

বরাবরের মতো এ বছরও ঢাকা শহরে ডেঙ্গু রোগী বেশি দেখা যায়। এ বছরও তা-ই। এ বছর ঢাকা শহরের সরকারি ও বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত ৩৭ হাজার ৫৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে এ বছর সবচেয়ে বেশি রোগী দেখা গেছে চট্টগ্রাম জেলায়। 

চট্টগ্রামে এ পর্যন্ত ৩ হাজার ২৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে ঢাকার পর সবচেয়ে বেশি রোগী মারা গেছেন কক্সবাজার জেলায়। কক্সবাজারে এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন।

ডেঙ্গুর ধরন আছে চারটি। অন্য বছরগুলোতে ডেঙ্গুর একটি ধরনে মানুষ আক্রান্ত হতে দেখা গেছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিজ্ঞানীরা বলেছেন, এ বছর ডেঙ্গুর তিনটি ধরনে মানুষ আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, ডেঙ্গু রোগীদের পরিস্থিতি হঠাৎ করেই বেশি খারাপ হতে দেখা যাচ্ছে। কেন এমন হচ্ছে তা নিয়ে গভীর অনুসন্ধান ও গবেষণার কথাও তাঁরা বলেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা তাদের এক পর্যালোচনায় বলেছে, ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন বিলম্বে, পরিস্থিতি খারাপ হওয়ার পর। মৃতদের তথ্যে দেখা যাচ্ছে, হাসপাতালে ভর্তির প্রথম তিন দিনেই বেশি রোগীর মৃত্যু হচ্ছে। অন্যদিকে এ বছর কম বয়সীদের মধ্যেও মৃত্যু বেশি দেখা গেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //