রিজার্ভ চুরি মামলার শুনানি, ফিলিপাইনে সিআইডির দুই কর্মকর্তা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের আদালতে দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে অংশ নিতে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিআইডির দুই কর্মকর্তা ফিলিপাইন সফরে গিয়েছেন। তারা সেখানে ১৫ দিন অবস্থান করে তদন্ত সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন বলেও জানা গেছে।

সিআইডির দুই কর্মকর্তার ফিলিপাইন সফরের বিষয়ে গত ২৮ নভেম্বর দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠির তথ্য অনুযায়ী, রিজার্ভ চুরির মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান ফিলিপাইনের আদালতে দায়ের হওয়া মামলার শুনানিতে অংশ নিতে ১ ডিসেম্বর  ফিলিপাইন গেছেন। তাকে সহায়তার জন্য সঙ্গে গেছেন আরেক অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম।

এর মধ্যে চুরির ঘটনার প্রথম বছরেই ফিলিপাইন ও শ্রীলঙ্কা থেকে ফেরত আনা গেছে এক কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার। যা এ দেশ দুটি স্বেচ্ছায় দিয়েছিল। বাকি পাঁচ কোটি ২০ লাখ ডলারের বিষয়ে ফিলিপাইনের আদালতে ১২টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। এসব মামলার অগ্রগতি খুব একটা না থাকলেও বাংলাদেশের সিআইডির তৎপরতা অব্যাহত রয়েছে। এসব মামলার শুনানিতে অংশ নিতেই সিআইডির দুই কর্মকর্তা ফিলিপাইনে গেছেন।

ফিলিপাইন থেকে অর্থ ফেরতে ধীরগতির কারণে যুক্তরাষ্ট্রের স্টেট আদালতেও বাংলাদেশের দায়ের করা একটি মামলা বিচারাধীন রয়েছে। তদন্তে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনায় এখন পর্যন্ত ছয় দেশের ৪০ জনকে শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ২৫ জনই ফিলিপাইনের। তাদের বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রস্তুতি চলছে। এ নিয়েও ফিলিপাইনে কাজ করবেন সফরে যাওয়া সিআইডির দুই কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন, রিজার্ভ চুরির মামলাটি সিআইডি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। রিজার্ভ চুরির সঙ্গে যেসব দেশের সংযোগ রয়েছে, সেসব দেশে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে তথ্য পেলেই সিআইডি এ মামলার চার্জশিট আদালতে দাখিল করবে।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাইবার হামলার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। যা ফিলিপাইনের ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) হয়ে চলে যায় সেখানকার বিভিন্ন জুয়ার আসর ক্যাসিনোতে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //