পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব ব্যাংককে দাওয়াত দেওয়া হবে : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব ব্যাংককেও দাওয়াত দেওয়া হবে। এছাড়া দেশের সব বিরোধী দল, ডান-বামসহ সবাই দাওয়াত পাবেন। কারণ এটি জাতীয় অনুষ্ঠান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাওয়াত দেওয়ার বিষয়ে তিনি বলেন, নিয়মের মধ্যে পড়লে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানো হবে।

আজ শনিবার (৪ জুন) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

কাদের বলেন, খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন। সুতরাং নিয়মের মধ্যে পড়লে তাকে অবশ্যই আমরা আমন্ত্রণ জানাব। নিয়ম-কানুন জেনে আমরা দাওয়াত দেব। তবে বিএনপি নেতারা দাওয়াত পাবে। তাদের অন্যান্য শরিক দল, বাম-ডান সবাই পাবেন। কার্ড আমরা দেব, এটা জাতীয় সম্মানের প্রতীক, জাতির সক্ষমতার প্রতীক।

আশা করেন তারা আসবে কি না, জানতে চাইলে তিরি বলেন, আশা-নিরাশার কোনো বিষয় না। আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি, দিস ইজ ভেরি ইমপরট্যান্ট।

পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে সরে দাঁড়িয়েছিল বিশ্ব ব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টরকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানান কাদের। 

বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, বিএনপি একটি বড় দল। নির্বাচনে আসুক, প্রতিদ্বন্দ্বিতা আমরা চাই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচনে অংশ না নিয়ে আপনারা যদি মনে করেন হত্যা-সন্ত্রাস এই পথে থাকবেন, যদি মনে করেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতার মসনদে বসবেন—তাহলে এ রঙ্গিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে তিনি বলেন, ফখরুল সাহেব ও বিএনপির কিছু নেতা আবোল-তাবোল বলছেন। তাদের আসলে মাথা খারাপ হয়ে গেছে। তারা পদ্মা সেতু, মেট্রোরেল সহ্য করতে পারছে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাস র‌্যাপিড ট্রানজিট এগুলো তারা জীবনে দেখেওনি, করেওনি। তারা হিংসায় জ্বলছে সেজন্য উদ্ভট কথা-বার্তা চলছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রশাসন এবং সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ব্র্যাক জেন্ডার কর্মসূচির পরিচালক নবনীতা চৌধুরী, বিশ্ব ব্যাংক ঢাকার কান্ট্রি ডাইরেক্টর মারসি মিয়াং টেমবন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে. এম আলী আজম, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রমুখ।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //