৭ দাবিতে পাট-সুতা-বস্ত্রকল শ্রমিকদের মানববন্ধন

আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি সংযোজন করে অবিলম্বে রাষ্ট্রায়ত্ত খাতে বন্ধ পাটকল চালু, পাওনা পরিশোধসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।

গতকাল শনিবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাট, সুতা, বস্ত্রকল, শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহবায়ক সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন শ্রমিকনেতা কামরূল আহসান। বক্তব্য রাখেন শ্রমিকনেতা আসলাম খান, শরিফুজ্জামান শরিফ, আব্দুল গাফ্ফার, হাসু বেগম প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে সংহতি জানিয়েছে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল।

সমাবেশে সহিদুল্লাহ চৌধুরী বলেন, গত বছরের ২৮ জুন আকস্মিক এক ঘোষণার মধ্য দিয়ে সরকার অবশিষ্ট ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করেছিল। আজ এই জুন মাসে তা এক বছরে গড়ালো। এতে সেদিন স্থায়ী, বদলী ও ক্যাজুয়াল-সব মিলিয়ে প্রায় ৫১ হাজার পাটকল শ্রমিককে বেকার করে দেয়া হয়েছিল। পাটকল বন্ধ করার একবছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান লক্ষণ নেই। বন্ধ মিলের শ্রমিকদের পাওনা পরিশোধে ৫০% ভাগ নগদ অর্থ ও বাকি ৫০% ভাগ সঞ্চয় স্কিমের মাধ্যমে তিন মাস অন্তর মুনাফা পাওয়ার যে ব্যবস্থার কথা বলা হয়েছিল; শ্রমিকরা সেই অর্থ এখনো পায়নি।  

সমাবেশে বলা হয়, সরকার ৬ লাখের বেশি টাকার বাজেট ঘোষণা করেছে। ওই বাজেটে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও শ্রমিকদের পাওনা পরিশোধের কোনো দিকনির্দেশনা নেই। বিশেষ বরাদ্দও নেই। তাই রাষ্ট্রায়াত্ত পাটকল চালু, আধুনিকায়ন ও উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির সংযোজন ও উপযুক্ত ব্যবস্থাপনা গড়ে তোলা ও শ্রমিক কর্মচারীর সমুদয় বকেয়া পরিশোধের আহবান জানান। 

এজন্য বাজেটে দিকনির্দেশনা ও পর্যাপ্ত বরাদ্দেরও দাবি জানান তারা।

মানববন্ধনে সরকারের উদ্দেশে সাতটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে-

১। পাট শিল্পের সম্ভাবনা নস্যাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁডাতে হবে, একইসাথে অবিলম্বে পাটকল শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধ করতে হবে।

২। আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি সংযোজন করে রাষ্ট্রয়ত্ত খাতে পাটকল চালু করতে হবে।

৩। ১২০০ কোটি টাকা বিনিয়োগ করে পাটকল আধুনিকীকরণে শ্রমিক-কর্মচারীদের প্রস্তাব গ্রহণ করতে হবে।

৪। ব্যক্তি মালিকানা নির্বিশেষে জুট-টেক্সটাইল শিল্প সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে বাস্তবায়ন করতে হবে।

৫। কোনো পদে একটানা তিন মাস কর্মরত শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী স্থায়ী শ্রমিক হিসেবে ঘোষণা করতে হবে।

৬। বাজেটে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধে নির্দেশনা ও বরাদ্দ থাকতে হবে।

৭। পাটখাত ধ্বংস, দুর্নীতি ও লুটপাটের সাথে জড়িতদের শাস্তি দিতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //