করোনা আক্রান্ত ভিআইপির সংখ্যা বাড়ছে

মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী-এমপি-সচিবসহ করোনায় আক্রান্ত ভিআইপির সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মন্ত্রিসভার সদস্য, সাবেক মেয়র, বর্তমান সংসদের দুজন এমপি, সিনিয়র সচিবসহ অনেক ভিআইপি মারা গেছেন।

আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শুরুতে তুলনামূলকভাবে অন্য শ্রেণি-পেশার মানুষ বেশি আক্রান্ত হলেও এখন সেই তালিকায় বিশিষ্টজনরাও চলে আসায় দেশজুড়ে উদ্বেগ-আতঙ্কের মাত্রা ভয়াবহ রূপ নিচ্ছে।

শনিবার করোনা পরীক্ষায় পজিটিভ আসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। ওইদিন আইসিডিডিআরবি-এ কভিড-১৯ পরীক্ষার নমুনা দেন তিনি। এতে পজিটিভ আসে। রবিবার (১৫ নভেম্বর) আবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নমুনা পরীক্ষা দিলে নেগেটিভ আসে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গাজীপুর-২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষা করলে রবিবার তার শরীরে করোনার অস্তিত্ব মেলে। একইভাবে গতকাল করোনায় আক্রান্ত হন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দিন।

এর আগে গত বুধবার করোনায় আক্রান্ত হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের। তিনিও নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

গত ১২ নভেম্বর করোনায় আক্রান্ত হন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। গত ১৬ অক্টোবর করোনায় আক্রান্ত হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রথমে স্কয়ার হাসপাতাল, পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে সুস্থ আছেন।

করোনা শুরু হওয়ার পর থেকে অর্ধশতাধিক এমপি-মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা, সাবেক মেয়র আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মারা গেছেন। তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী ছিলেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্তের পর ব্রেন স্ট্রোক করে মারা যান। নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন কামরান। মন্ত্রীদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং, পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সফিউল আলম নাদেল, সাখাওয়াত হোসেন সফিক, আফজাল হোসেন।

করোনায় আক্রান্ত হয়েছিলেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ। সংসদ সদস্যদের মধ্যে আওয়ামী লীগের সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২) প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এ ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা, সিলেট-২ আসনের গণফোরামের এমপি মোকাব্বির খান। করোনার ছোবলে সরকারি কর্মকর্তাদের মধ্যে মারা গেছেন সাবেক সচিব এম বজলুল করিম, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া অতিরিক্ত সচিব তৌফিকুল আলম, মহিলাবিষয়ক অধিদফতরের পরিচালক (যুগ্ম সচিব) মো. ফখরুল কবির, উপ-কর কমিশনার সুধাংশু কুমার, রাজস্ব কর্মকর্তা খোরশেদ আলম, খাদ্য ক্যাডারের কর্মকর্তা উৎপল হাসান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান প্রমুখ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ছাড়াও তথ্য সচিব কামরুন নাহার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //