বিএসএমএমইউ চিকিৎসকদের গণমাধ্যমে কথা বলা নিষেধ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা অনুমতি না নিয়ে গণমাধ্যমে স্বাস্থ্য বিষয়ে কোনো বক্তব্য দিতে পারবেন না। এ নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আবদুল হান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া বিএসএসএমইউর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনো বিষয়ে গণমাধ্যমে বক্তব্য ও বিবৃতি না দেয়ার অনুরোধ করা হচ্ছে।

একইসঙ্গে কোনো টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশগ্রহণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস শেয়ার করার ক্ষেত্রেও সরকার এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

রবিবার (৩ মে) বিএসএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, এগুলো আগে থেকেই শৃঙ্খলা বিধিতে আছে। নতুন করে সবাইকে মনে করিয়ে দেয়া হলো। প্রজ্ঞাপন জারি করে সবার কাছে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //