মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এসএমএসে ‘শহীদ-শহিদ’ বানানে অসঙ্গতি

শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো মোবাইল ফোন এসএমএসে শহীদ বানান নিয়ে অসঙ্গতিতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক লাইনের এসএমএসে দুইভাবে শহীদ বানান ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রণালয় থেকে জানানো হয়, মোবাইল ফোন এসএমএসগুলো মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের জনসাধারণের মোবাইল ফোনে পাঠিয়ে থাকে। ভুলটা মন্ত্রণালয় নাকি বিটিআরসি থেকে সেটা পরিস্কার না।

মন্ত্রণালয়ের পাঠানো ওই মোবাইল ফোন এসএমএসে বলা হয়েছে- শহিদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাওয়া হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বলেন, এমন অসঙ্গতি দুঃখজনক। সাধারণত আমাদের অনুরোধে বিটিআরসি থেকে এই এসএমএসগুলো পাঠানো হয়ে থাকে। তবে, ভুলটা কোথা থেকে হয়েছে এখনও পরিস্কার করে বলতে পারছি না। আগামীকাল অফিস (সচিবালয়) খুললে খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //