দুর্নীতির মামলায় পবিপ্রবির প্রকৌশলী গ্রেপ্তার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছয়টি প্রকল্পের দরপত্রে অনিয়মের মামলায় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইউনুছ শরীফকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার বেলা ৩টার দিকে পটুয়াখালীর দুমকিবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করে জানান, ৫৩ লাখ ৫০ হাজার ৩৯০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ইউনুছের বিরুদ্ধে। ২০১৬ সালের ২১ জুন থেকে ২০১৭ সালের ৩০ জুনের মধ্যে এই টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৭৭(ক) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হয়েছে।

দুদক জানায়, সোমবারই ইউনুছের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীতে মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর উপপরিচালক মো. মোজাহার আলী সরদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. ইউনুছ শরীফ বিশ্ববিদ্যালয়ের টিএসপি ভবন, একাডেমিক ভবন, নারী ও পুরুষ হল সম্প্রসারণসহ ছয়টি প্রকল্পকাজে দরপত্র মূল্যায়ন কমিটির অগোচরে দরদাতাদের সঠিকভাবে মূল্যায়ন না করে মিথ্যা ও ভুল হিসাবের মাধ্যমে জালিয়াতি এবং প্রতরণা করে সর্বনিম্ন দরদাতাদের কার্যাদেশ দেওয়া করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //