অস্ট্রেলিয়ার ব্যাংকিং ইতিহাসের প্রথম নারী প্রধান বুলক

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতন নারী প্রধান পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর আগে, সাত বছর গভর্নরের দায়িত্ব পালন শেষে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (আরবিএ) দায়িত্ব ছাড়তে যাচ্ছেন ফিলিপ লোয়ি। আর তারই স্থলাভিষিক্ত হতে চলেছেন মিশেল বুলক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বর্তমানে তিনি আরবিএ-র ডেপুটি গভর্নর। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের এই শীর্ষ পদে তার ৭ বছরের মেয়াদ আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা।  

এ প্রসঙ্গে বুলক শুক্রবার এক বিবৃতিতে বলেন, দায়িত্বে আসার সময় হিসেবে এটা চ্যালেঞ্জিং, কিন্তু নির্বাহীদের শক্তিশালী একটি দল ও পরিচালনা পর্ষদ আমাকে সহায়তা করবে বলে বিশ্বাস। নীতি ও বহুমুখী কার্যক্রমের মধ্য দিয়ে রিজার্ভ ব্যাংক যেন অস্ট্রেলীয় জনগণের উপকারে আসে তা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

বুলক চার দশক আগে বিশ্লেষক হিসেবে অস্ট্রেলিয়ার এই কেন্দ্রীয় ব্যাংকে যোগ দিয়েছিলেন তিনি।

গত বছরের এপ্রিলে ডেপুটি গভর্নর হওয়ার আগে বুলক সহকারী গভর্নর, পেমেন্ট নীতি বিভাগের প্রধানসহ অনেকগুলো গুরুদায়িত্ব সামলেছেন।

এদিকেবুলককে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

সূত্র: বিবিসি 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //