ইরানে জাকাত আদায় ২৫ শতাংশ বেড়েছে

ইরানে গত ১৯ মার্চ শেষ হওয়া ক্যালেন্ডার বছর অনুযায়ী দেখা গেছে, পুরো ইরান জুড়ে হিতৈষী লোকেরা ২৬ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৫২ মিলিয়ন মার্কিন ডলার) এর বেশি জাকাত দান করেছে। যা কিনা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি। খবর ইসনার

জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের তৃতীয়। মূলত সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরীব ও দরিদ্রদের দেওয়াকে বোঝায়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, মানসিকভাবে স্থিতিশীল, মুক্ত এবং আর্থিকভাবে সক্ষম মুসলিম নর-নারীকে নির্দিষ্ট শ্রেণির লোকদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয়।

ইমাম খোমেইনী রিলিফ ফাউন্ডেশনের উপপরিচালক হাবিবুল্লাহ আসুদে বলেছেন, সংগৃহীত জাকাতের ৮০ শতাংশ দিয়ে  অভাবগ্রস্তদের জন্য মৌলিক খাবার সরবরাহে ব্যয় করা হয়। বাকি অংশ সুবিধাবঞ্চিত এলাকায় উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়।

এদিকে, ওয়ার্ল্ড গিভিং ইনডেক্স ২০২১ এ ১১৪টি দেশের মধ্যে ইরানকে ৩২তম উদার দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //