রহস্যময় নিউমোনিয়ার খপ্পরে চীনের শিশুরা

কয়েক সপ্তাহ ধরে চীনে ছড়িয়ে পড়ছে রহস্যময় নতুন এক ধরণের নিউমোনিয়া। নতুন এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। ফলে রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে ডাক্তার-নার্সরা। 

এরইমধ্যে হাজার হাজার আক্রান্ত শিশুকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন অভিভাবকরা; এমন ভিডিও ছড়িয়ে পড়েছে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে।

প্রোগ্রাম ফর মনিটরিং ডিজিজেসের (প্রোমেড) বরাতে গত বুধবার (২২ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, চীনের উত্তরাঞ্চলে শিশুদের ভেতর এক নতুন ধরনের নিউমোনিয়া ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে।

ডব্লিউএইচও বলেছে, গত সপ্তাহে চীনা কর্তৃপক্ষ শ্বাসপ্রশ্বাসজনিত রোগ বৃদ্ধির যে তথ্য জানিয়েছে, তার সঙ্গে এই প্রতিবেদনের কোনো যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে।

এদিকে, শ্বাসকষ্টের পাশাপাশি উচ্চমাত্রার জ্বরের মতো উপসর্গ রয়েছে নতুন ধরণের নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের। এছাড়া শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আক্রান্ত প্রত্যেক শিশুর ফুসফুসে ক্ষুদ্রাতিক্ষুদ্র ফোসকা বা ফুস্কুড়ি পরিলক্ষিত হয়েছে। জলবসন্ত রোগে মানুষের শরীরে যেমন ফোসকা ওঠে, সেসবের সঙ্গে মিল রয়েছে সেগুলোর।

নতুন এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। অবস্থা এতটাই বেগতিক যে, দৈনিক অন্তত ৭,০০০-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। রেকর্ডসংখ্যক রোগী দেখা গেছে তিয়ানজিনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে। বহিরাগত এবং জরুরি বিভাগ মিলিয়ে রোগীর সংখ্যা ১৩ হাজারের বেশি। এমনকি একজন শিশু বিশেষজ্ঞ দেখাতে একদিন অপেক্ষা করতে হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //