মালয়েশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১০

মালয়েশিয়ায় যাত্রীবাহী একটি উড়োজাহাজ মহাসড়কে বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে দেশটির পশ্চিম উপকূলীয় প্রদেশ সেলানগরের এলমিনা শহরে এ দুর্ঘটনা ঘটে। 

সেলানগর পুলিশের প্রধান হোসেন ওমর খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওমর খান বলেন, আমরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর সময় ফ্লাইটের ভেতরে কমপক্ষে দুজন ক্রু ও ছয়জন যাত্রী পেয়েছি। তাদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।

সেলানগর পুলিশ প্রধান বলেন, উড়োজাহাজের ধ্বংসাবশেষের আঘাতে সড়কে একটি গাড়ির চালক ও একজন মোটরসাইকেল আরোহীও মারা গেছেন। তবে গাড়ির ভেতরে আরও লোকজন ছিল কি না আমরা এখনও তা নিশ্চিত হতে পারিনি।

হোসেন ওমর আরও বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

মালয়েশিয়ার বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের (সিএএএম) প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজামান মাহমুদ বলেছেন, বিধ্বস্ত উড়োজাহাজটি বিচক্রাফট মডেল-৩৯০ এর। যার নিবন্ধন নম্বর এন২৮জেভি।

দেশটির পরিবহন সংস্থা জেটভ্যালেট এসডিএন বিএইচডির পরিচালিত উড়োজাহাজটি দুপুর ২টা ৮ মিনিটে ল্যাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের উদ্দেশ্যে অবতরণের কথা ছিল এই উড়োজাহাজের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //