মুকেশ আম্বানিকে সপরিবারে হত্যার হুমকি, গ্রেপ্তার ১

ভারতীয় ধনকুবের ও রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তার পরিবারের সদস্যদের ফোন করে হত্যার হুমকি দেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৫ আগস্ট) ফোন কলের সূত্র ধরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ। খবর নডিটিভি।

গ্রেপ্তার আফজাল মানসিক প্রতিবন্ধী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ল্যান্ডফোন নম্বরে কল করে তিন থেকে চারবার মুকেশ আম্বানি ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন ওই ব্যক্তি।

ফোনে হুমকি দিয়ে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যে একটি বড় ঘটনা ঘটতে চলেছে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

মুম্বাই পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের নম্বরে ফোন করা হয়েছিল। সেই ভিত্তিতে তদন্ত চলছে।’

রিলায়েন্স হাসপাতালের সিইও চিকিৎসক তারাং গিয়ানচান্দানি বলেন, ‘এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে মুকেশ আম্বানিকে হত্যার হুমকি দেন। এর পরই পুলিশের কাছে আমরা অভিযোগ করি।’

অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও হত্যার হুমকি পেয়েছেন মুকেশ আম্বানি। এ প্রেক্ষাপটে গত মাসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ধনকুবের ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেয়ার নির্দেশনা দেয়া হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //