ভারতে আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ, নিহত ৬

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার প্রদেশে এক আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ জন।

আজ রোববার (২৪ জুলাই) বিহারের সারান জেলার খয়রা থানার খুদাইবাগ গ্রামে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যে ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার নাম শাবির হুসাইন। বিস্ফোরণে বাড়ির একটি অংশ উড়ে গেছে এবং বাকি অংশে আগুন ধরে যায়। স্থানীয় পুলিশের ভাষ্য, ব্যবসায়ীর বাড়িটি নদীর তীরে অবস্থিত। পরে বাড়ির বড় একটি অংশ নদীতে ধসে গেছে।

ধ্বংসস্তূপের নিচে অন্তত ৮ জন আটকা পড়েছেন। আহতদের বিহারের ছাপড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

খুদাইবাগ গ্রামটি সারান জেলার সদরদপ্তর ছাপড়া থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সারানের এসপি সন্তোষ কুমার বলেছেন, ‘ছাপড়ায় বিস্ফোরণে একটি বাড়ি ধসে ছয়জনের প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। আমরা বিস্ফোরণের কারণ জানার চেষ্টা করছি। ফরেনসিক বিশেষজ্ঞ এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকেও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।’

পুলিশ বলছে, যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেই বাড়ির ভেতরে আতশবাজি তৈরি করা হয়েছিল। ওই বাড়িটিতে টানা এক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিয়ের সময় অবৈধভাবে আতশবাজি বিক্রির অভিযোগ রয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআই বলছে, বাড়িটিতে আতশবাজি তৈরির অবৈধ কারখানা ছিল বলে অভিযোগ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //