১৮৩ দিন পর পৃথিবীতে ফিরলেন চীনের তিন নভোচারী

মহাকাশে চীনের তিয়াংগং স্পেস স্টেশনে ১৮৩ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী। এর মধ্য দিয়ে মহাকাশে নভোচারীদের নিয়ে দেশটির সবচেয়ে দীর্ঘ সময়ের অভিযান শেষ হলো।

স্থানীয় সময় আজ শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে চীনে অবতরণ করেন এই তিন নভোচারী। 

দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

মহাকাশে চীনের স্পেস স্টেশনের তিয়ানহে কোর মডিউলে ১৮৩ দিন কাটিয়ে ফেরা তিন নভোচারীর দুইজন পুরুষ, একজন নারী। তারা হলেন- ঝাই ঝিগ্যাং, ই গুয়াংফু এবং ওয়াং ইয়াপিং।

গত বছরের অক্টোবরে এই তিন নভোচারী চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গোবি মরুভূমির একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশের পথে রওনা হন।।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) অংশগ্রহণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের বাধার মুখে পড়েছিল চীন। এরই প্রেক্ষাপটে গত ১০ বছর ধরে মহাকাশ স্টেশন তিয়াংগং নির্মাণ করেন তারা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //