ভোটের প্রতিশ্রুতি মিয়ানমারের সেনাপ্রধানের

সামরিক অভ্যুত্থানের পক্ষে সাফাই গেয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়ির জেনারেল মিন অং হ্লাং। ক্ষমতা গ্রহণের পর সোমবার (৮ ফেব্রুয়ারি) প্রথম টেলিভিশনে ভাষণ দেন তিনি।

বিবিসির খবরে জানানো হয়, দেশটির সামরিক শাসনের বিরুদ্ধে টানা তৃতীয়দিনের বিক্ষোভের মধ্যে এই ভাষণ দিলেন তিনি।

মিয়ানমারের সেনাপ্রধান বলেছেন, আটক ও নির্বাচিত নেত্রী অং সান সু চির দলের নভেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ জয় সুষ্ঠু ছিল না।

ভাষণে নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সেনাপ্রধান বলেছেন, নির্বাচনে যারা জয়ী হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। সংস্কার করা নতুন নির্বাচন কমিশন ভোট আয়োজন করবে।

তার ভাষণে অভ্যুত্থানের যৌক্তিকতা তুলে ধরার প্রয়াস ছিল বেশি, বিক্ষোভের হুমকির প্রতি নজর ছিল কম।

সিনিয়র জেনারেল বলেছেন, নির্বাচন কমিশন ভোটার তালিকায় অনিয়ম তদন্ত করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং নিরপেক্ষ প্রচারের অনুমোদন দেয়নি।

নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করে বলে আসছে, তারা বড় ধরনের জালিয়াতি ও কারচুপির প্রমাণ পায়নি।

সত্যিকার ও সুশৃঙ্খল গণতন্ত্র অর্জনের কথাও বলেছেন তিনি। তার এই মন্তব্যে অভ্যুত্থানের বিরোধীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি জনগণকে সঠিক তথ্যের সঙ্গে থাকা এবং নিজের অনুভূতি অনুসারে না চলার আহ্বান জানিয়েছেন।

ভাষণে বিক্ষোভকারীদের প্রতি কোনো হুঁশিয়ারির কথা বলেননি জেনারেল। শুধু বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নেই।

গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা। অপরদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন সু চি সমর্থকরা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //