বোধকরি তুইও গাবগাছ হবি

লেখক-সাহিত্যিকদের রসবোধ সাধারণের চেয়ে সর্বদা আলাদা, তাদের মতিগতিও সাধারণের মতো নয়। ফলে এদের জীবন-যাপন, ভাবনা-চিন্তা নিয়ে মানুষের আগ্রহেরও কমতি নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিল্প-সাহিত্য এসবেই কেবল ব্যস্ত ছিলেন তা নয়। প্রকৃতির কোন ফুলের বাংলা নাম দিতে হবে, পূর্ণিমা উৎসব কেমন হবে, কার সন্তানের নামকরণ করতে হবে-এসবেও তিনি সমান মনোযোগী ছিলেন। আর এসবের বাইরে তিনি ছিলেন অত্যন্ত রসিক একজন মানুষ।

তার রসিকতা সম্পর্কে ঠাকুরবাড়ির অন্দরমহলের সকলে যেমন জানতেন, তেমনি শান্তিনিকেতনেরও সকলে এই বিষয়টিতে বেশ পরিচিত ছিলেন। রবিঠাকুরের একটি মজার ঘটনা জানাচ্ছেন- শোয়াইব আহম্মেদ...

শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের প্রিয় ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন কথাশিল্পী প্রমথনাথ বিশী। একবার প্রমথনাথ বিশী কবিগুরুর সঙ্গে শান্তিনিকেতনের আশ্রমের একটি ইঁদারার পাশ দিয়ে যাচ্ছিলেন। ওখানে একটি গাবগাছ লাগানো ছিল। কবিগুরু হঠাৎ তার উদ্দেশে বলে উঠলেন, ‘জানিস, একসময়ে এই গাছের চারাটিকে আমি খুব যত্ন সহকারে লাগিয়েছিলাম? আমার ধারণা ছিল, এটা অশোকগাছ; কিন্তু যখন গাছটি বড় হলো দেখি ওটা অশোক নয়, গাবগাছ।’ অতঃপর তিনি প্রমথনাথের দিকে সরাসরি তাকিয়ে স্মিতহাস্যে যোগ করলেন, ‘তোকেও অশোকগাছ বলে লাগিয়েছি, বোধকরি তুইও গাবগাছ হবি।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //