জীবন সাহিত্যের চেয়ে বড়

‘পথে নেমে পথ খোঁজা’ শিরোনামে কথাসাহিত্যিক মঞ্জু সরকারের আত্মজৈবনিক নিবন্ধগুলোতে লেখকের ব্যক্তিগত জীবনের বা লেখক হয়ে ওঠার সংগ্রামমুখর দিনলিপি গ্রথিত হয়েছে। ইতোপূর্বে লেখকের গল্প ও উপন্যাস নিবিড়ভাবে পাঠের সূত্রে লেখকের লেখার সঙ্গে আমার পরিচয় বিস্তৃত।

আত্মজৈবনিক এ নিবন্ধগুলো তাঁর গল্প-উপন্যাসের চেয়েও আকর্ষণীয়। লেখকের সৎ ও আন্তরিক কথনের পরিচয় রয়েছে এ নিবন্ধগুলোর ছত্রে ছত্রে। আত্মজীবনীমূলক লেখায় সচরাচর ব্যক্তিমানুষের অহমিকাবোধের প্রকাশ পেয়ে থাকে- মঞ্জু সরকার ও তাঁর স্মৃতিচারণ এক্ষেত্রে আশ্চর্য ব্যতিক্রম।

লেখক হয়ে ওঠার লড়াকু ও প্রত্যয়ী জীবনযাত্রার বিচিত্র পথের বাঁক-বদলে তিনি নিজে থেকেছেন অলক্ষ্যে, আলোকসম্পাত করেছেন পরিপার্শ্বে। যুদ্ধোত্তর বাংলাদেশের দ্বন্দ্ব-সংক্ষুব্ধ সময়-সমাজ এবং সে সূত্রে এদেশের সাহিত্যিকদের অন্তরঙ্গভাবে জানার সুযোগ তৈরি হয়েছে তাঁর লেখার মধ্য দিয়ে।

আখতারুজ্জামান ইলিয়াসকে উদ্ধৃত করে তিনি যে বলেছিলেন- ‘জীবন সাহিত্যের চেয়ে বড়’; এ বক্তব্যের ছাপ তাঁর আত্মজীবনীতে সুস্পষ্ট। এ গ্রন্থটির প্রকাশ ও প্রচারে বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে নিঃসন্দেহে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //