ভুলোমনা বিজ্ঞানী

পৃথিবীখ্যাত বিজ্ঞানী ছিলেন টমাস আলভা এডিসন। তিনি যেমন ছিলেন বড় বিজ্ঞানী, তেমনি ছিলেন ভুলোমনার বেলায়ও অদ্বিতীয়। বিদ্যুৎ আবিস্কারক টমাস আলভা এডিসনের ভুলোমনার কাণ্ড নিয়ে লিখেছেন- শোয়াইব আহম্মেদ 

বিজ্ঞানী টমাস আলভা এডিসনের কথা তো আমরা সবাই জানি। তিনি ছিলেন খুব ভুলোমনা, কোনো কিছুই মনে রাখতে পারতেন না। একবার তিনি তার এক বন্ধুকে বাসায় খাওয়ার জন্য নিমন্ত্রণ করেন। অথচ নিমন্ত্রণের দিন এডিসন নিজেই বন্ধুকে নিমন্ত্রণ করার কথা ভুলে গেলেন। তো কী হলো, যথাদিনে বন্ধু এসে হাজির।

এসে দেখেন বাড়িতে কেউ নেই। বন্ধুটি তাই তার বিজ্ঞানী বন্ধুটির জন্য অপেক্ষা করতে থাকল; কিন্তু সময় গড়িয়ে যায়, বন্ধুতো আসে না। অবশেষে খিদে লাগায় বন্ধুটি খিদে সইতে না পেরে টেবিলে রাখা খাবারের প্লেট একলাই সাবাড় করে দেন।

এর কিছুক্ষণ পর এডিসন এসে হাজির। ঘরে এসে বন্ধুকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন- ‘আরেহ! বন্ধু, তুমি এই অসময়ে আমার বাসায়! দাঁড়াও দেখি তোমার জন্য কোনো খাবার আছে কিনা।’ এই বলে তিনি টেবিলে রাখা খাবারের প্লেটটির ঢাকনা তুলে দেখেন প্লেটটি খালি। এর পর আফসোস করে বন্ধুকে বলতে লাগলেন- ‘এই দেখো কাণ্ড, তোমার জন্য কিছুই রইল না। যাওয়ার সময় যে আমি খাবারটি খেয়ে গিয়েছিলাম তা-ও ভুলে গেছি।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //