অমর একুশে গ্রন্থমেলা ১৮ মার্চ থেকে

করোনাভাইরাস মহামারির কারণে দেশে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ১৮ মার্চ শুরু হচ্ছে। 

এর আগে বইমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার জল্পনা ছিলো। শেষ পর্যন্ত ঠিক হয়েছে শারীরিকভাবে মেলা ১৮ মার্চ শুরু হচ্ছে। 

আজ সোমবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী একথা জানিয়েছেন।

এর আগে তিনি বলেছিলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে না। তবে আজ তিনি বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব। 

কতদিন চলবে এবারের মেলা- এর জবাবে তিনি বলেন, এখনো ঠিক হয়নি। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা। তবে এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব। 

তিনি আরো বলেন, প্রকাশকদের সাথে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //