‘জাতিরাষ্ট্রে বহুজাতিসত্তার স্বীকৃতি-অস্বীকৃতি’ নিয়ে কথা বলবেন প্রশান্ত ত্রিপুরা

সাম্প্রতিক দেশকালের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈঠকি ‘জাতিরাষ্ট্রে বহুজাতিসত্তার স্বীকৃতি-অস্বীকৃতি’।

আগামী ২৫ জানুয়ারি (শনিবার) বিকেল ৪টায় সাম্প্রতিক দেশকাল কার্যালয়ে (১০/২২, ইকবাল রোড, মোহাম্মদপুর) এ বৈঠকি অনুষ্ঠিত হবে।

বৈঠকিতে মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রশান্ত ত্রিপুরা। 

১৯৯১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে শিক্ষকতার মধ্য দিয়ে প্রশান্ত ত্রিপুরা পেশাগত জীবন শুরু করেন। পরবর্তিতে ২০০১ সাল থেকে একাধিক সংস্থায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ছিলেন। প্রায় এগারো বছর পরে ২০১২ সাল থেকে তিনি ফ্রিল্যান্স গবেষক-পরামর্শক ও খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে স্বেচ্ছাসেবির ভূমিকায় যুক্ত থাকার পাশাপাশি লেখালেখিতে সময় দিচ্ছেন। বর্তমানে একবছর বেশি সময় ধরে তিনি একটি প্রকল্পের পরিচালক হিসেবে কাজ করছেন।

প্রশান্ত ত্রিপুরা আট বছর (১৯৮২-১৯৯০) মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশুনার পাট চুকিয়ে দেশে ফেরার পর নতুন করে চারপাশের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা জানা ও বোঝার চেষ্টা শুরু করেছিলেন। এখনো সেটা তিনি চালিয়ে যাচ্ছেন। লেখালেখি ও গবেষণার ক্ষেত্রে তার আগ্রহের একটা বড় জায়গা হচ্ছে পরিচয় নির্মাণের রাজনীতি ও ইতিহাস, ভাষা এবং পরিবেশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //