মোজাম্বিক উপকূলে নৌকা ডুবে নিহত ৯০

আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে একটি ফেরি ডুবে ৯০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। 

গতকাল রবিবার (৭ এপ্রিল) দুর্ঘটনার এই তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, মাছ ধরার একটি নৌকাকে ফেরি হিসেবে ব্যবহার করা ওই জলযানটি ১৩০ জন লোককে নিয়ে নামপুলা প্রদেশের একটি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করলে এতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। একপর্যায় নৌকাটি ডুবে যায়।

এ বিষয়ে নামপুলার স্বরাষ্ট্র সচিব জাইমে নেতো বলেন, নৌযানটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিলো। এ কারণেই সেটি ডুবতে শুরু করে। নৌকাডুবির ঘটনায় ৯১ জন প্রাণ হারিয়েছেন। তিনি জানান, নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। উদ্ধারকর্মীরা পাঁচজনকে জীবিত উদ্ধার করে এবং আরও লোক উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছিলো। তবে সাগরের প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান বেশ কঠিন হয়ে ওঠে। অধিকাংশ লোকজন দেশটির মূল ভূখণ্ড থেকে কলেরার আতঙ্কে পালিয়ে যাচ্ছিলো বলে জানান জাইমে নেতো।  

জাইমে নেতো আরও জানান, তদন্তকারীরা নৌকাডুবির ঘটনা তদন্ত করছে। জীবিত যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //