সুদানে বিমান হামলায় ৪০ জন নিহত

উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদানে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। এতে একসঙ্গে ৪০ জন নিহত হয়েছেন। 

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে দেশটির রাজধানী খার্তুমের কুরো মার্কেট এলাকায় শক্তিশালী এ বিমান হামলা চালানো হয়।

চলতি বছরের এপ্রিল থেকে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক উপ-প্রধান ও  আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের প্রধান মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের জেরে এ গৃহযুদ্ধ শুরু হয়।

ক্ষমতা দখলের লড়াইয়ের মাঝে পড়ে এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। রোববারের এ বিমান হামলাটি দ্বন্দ্ব শুরু হওয়ার পর বেসামরিকদের ওপর সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা।

সুদানের লোকাল অ্যাসিসটেন্ট কমিটি হামলার ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, সকাল ৭টা ১৫ মিনিটে সামরিক বিমান কুরো মার্কেট এলাকায় বোমা হামলা চালায়। কুরো মার্কেট গণহত্যার মৃতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে।

গত ১৫ এপ্রিল আধাসামরিক বাহিনী আরএসএফ প্রথম রাজধানী খার্তুমে হামলা চালায়। এ সময় তাদের হামলায় সেনাবাহিনীর অনেক সদস্য হতাহত হন। আরএসএফ রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েও নেয়। এরপর আরএসএফকে খার্তুম থেকে সরিয়ে দিতে নিয়মিত বিমান হামলা চালানো শুরু করে বিমানবাহিনী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //