দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হলেন মানানগাগওয়া

জিম্বাবুয়ের জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এমারসন মানানগাগওয়া। তবে এ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিরোধীরা।

গতকাল শনিবার (২৬ আগস্ট) জিম্বাবুয়ের নির্বাচন কমিশন (জেডইসি) নির্বাচনের ফলাফল ঘোষণা করে। এতে বিরোধী দলের প্রধান নেলসন চামিসা ৪৪ শতাংশ ভোট পেয়েছেন। আর ৫২.৬ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে এমারসন মানানগাগওয়া।

২০১৭ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক রবার্ট মুগাবেকে ক্ষমতাচ্যুত করার পর জিম্বাবুয়ের দায়িত্ব গ্রহণ করেন মানানগাগওয়া। দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই এ নির্বাচনে মানানগাগওয়া পুনরায় নির্বাচিত হওয়ার আশা প্রকাশ করেন। 

জিম্বাবুয়ে স্বাধীনতার পর থেকে ক্ষমতায় ছিলেন শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসক গোষ্ঠী। ১৯৮০ সালে তাদের হটিয়ে ক্ষমতায় আসে জানু-পিএফ পার্টি। এ নির্বাচনেও জানু-পিএফ পার্টির প্রার্থী আবারও নির্বাচিত হলেন।   

নির্বাচনে কারচুপি এবং বিরোধী দলীয় ভোটারদের ওপর দমন পীড়নের অভিযোগ আনায় ফলা প্রকাশে বিলম্ব হয়। শনিবার ফলাফল প্রকাশের পর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করে। 

এদিকে এ নির্বাচনের ফল মেনে নেয়নি জিম্বাবুয়ের বিরোধী দল। তারা এ ফলাফলকে ভুয়া বলে আখ্যায়িত করেছে। বিরোধী দলের নেতারা বলছেন, আমরা এ ফলাফল মানি না। শিগগির আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

রাজনৈতিক বিশ্লেষক রিজয়েস এনগুয়েনিয়া বলেন, অনিয়মে পূর্ণ ছিলো এ নির্বাচন। এ নির্বাচনের ফলাফল জনগণকে ক্ষুব্ধ করেছে।

বিরোধী দলের নেতারা এ নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন। 

এ নির্বাচন আন্তর্জাতিক মানের হয়নি বলে মত দিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচন পর্যবেক্ষণ করে তারা শুক্রবার এ তথ্য জানান। 

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলও এ নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে। নির্বাচনের আগে ভোটারদের ভয়ভীতি দেখানো, বিরোধী দলের ওপর দমন পীড়ন চালানো এবং রাষ্ট্রীয় মিডিয়ার দ্বারা অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //