মালিতে আল-কায়েদার উত্তর আফ্রিকা প্রধান নিহত

মালিতে এক অভিযানে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়েদার উত্তর আফ্রিকা প্রধান আবদেল মালেক দ্রুকদেল নিহত হয়েছেন বলে জানিয়েছে ফ্রান্স।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি শুক্রবার বলেন, মালির উত্তরপশ্চিমাঞ্চলীয় তেসালিত শহরে বৃহস্পতিবার তাকে হত্যা করা হয়। এসময় তার ঘনিষ্ঠ বেশ কয়েকজন সহচরও নিহত হয়েছেন।

তিনি বলেন, আল কায়েদার কার্যকরী কমিটির সদস্য দ্রুকদেল উত্তর আফ্রিকা ও সমগ্র সাহারা অঞ্চলের আল-কায়েদার সাথে সম্পর্কিত জিহাদি জামাত নুসরাত আল- ইসলাম ওয়াল- মুসলিমিনসহ ( জেএনআইএম) জিহাদি দলগুলোর নেতৃত্ব দিয়ে

আসছিলেন।

ফ্রান্স ইসলামি স্টেট ইন দ্য গ্রেটার সাহারার (ইআইজিএস) একজন নেতা মোহাম্মদ ম্রাবাতকেও গ্রেফতারের দাবি করেছে। ম্রাবাত আইএসের বৃহত্তর সাহারা অঞ্চলের (আইএসজিএস) অন্যতম শীর্ষ কমান্ডার। ইআইজিএস দলটি নাইজারের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে প্রায়শই হামলা চালায়।

ফ্রান্স সাহেল এলাকায় জিহাদি-বিরোধী বারখান বাহিনীর পাঁচ হাজার সৈন্য মোতায়েন করেছে। মার্চে সাহেল অঞ্চলে কার্যক্রম শুরুর ঘোষণা দেয়ার কিছুদিনের মধ্যেই আইএস অঞ্চলটিতে ত্রাস হয়ে উঠেছে

মালি ২০১২ সাল থেকে ইসলামি দলগুলোর সহিংসতার শিকার হয়ে আসছে, তারা তখন থেকে দেশটিতে হাজার হাজার সেনা ও বেসামরিক নাগরিককে হত্যা করে আসছে।

জাতিসংঘ ও ফ্রান্সের হাজার হাজার সৈন্যের উপস্থিতি সত্ত্বেও দেশটি সন্ত্রাসের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। প্রতিবেশি বুরকিনা ফাসো ও নাইজারেও সংঘাত ছড়িয়ে পড়েছে। -এএফপি ও বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //